24 C
আবহাওয়া
১:২৮ পূর্বাহ্ণ - অক্টোবর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » সরকারি খরচে কাউকে হজে না পাঠানোর সিদ্ধান্ত

সরকারি খরচে কাউকে হজে না পাঠানোর সিদ্ধান্ত

হজের প্রাথমিক নিবন্ধন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

বিএনএ, ঢাকা : এ বছর সরকারি খরচে কাউকে হজে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা জানান।

তিনি বলেন, ‘এ বছর কেউ সরকারি অর্থে হজে যাবেন না। হজ ব্যবস্থাপনার জন্য যাদের যেতে হয় কেবল তারাই যাবেন। হজের ব্যয় কমানোর চেষ্টা হচ্ছে। যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে। হজের প্যাকেজ এই মাসের শেষেই ঘোষিত হবে। তখন আপনারা দেখতে পারবেন আমরা কতটা কমিয়েছি।’

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হজ নিয়ে আমাদের ও সৌদির ব্যবস্থাপনা মিলিয়ে কাজ করতে হয়। সেহেতু ৩০ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ