27 C
আবহাওয়া
৬:৪৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » জেল থেকে ছাড়া পেলেন ইমরানের স্ত্রী বুশরা বিবি

জেল থেকে ছাড়া পেলেন ইমরানের স্ত্রী বুশরা বিবি


বিএনএ ডেস্ক : তোশাখানা মামলায় বুধবারই ইমরানের স্ত্রী বুশরা বিবিকে জামিন দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট। আর সেই জামিন মেলার পরে আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আদিয়ালা জেল থেকে ছাড়া পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। দীর্ঘ ৯ মাস জেলের ঘানি টানার পরে মুক্তি পেলেন তিনি।

পাকিস্তান সেনাবাহিনীর ষড়যন্ত্রে প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নিতে হয়েছিল প্রাক্তন ক্রিকেটার তথা পাকিস্তান তেহরিক ইনসাফ পার্টির প্রধান ইমরান খানকে। আর প্রধানমন্ত্রীর পদ হারানোর পরেই একের পর এক মামলায় জড়ানো হয় তাকে।

সরকারি উপহার নিজের কাছে রাখা ও বিক্রির একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছিল ইসলামাবাদের এক আদালত। তোশাখানা মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় চলতি বছরের ৩১ জানুয়ারি ইমরান পত্নীকে গ্রেফতার করা হয়। জেলের সাজা খাটতে পাঠানো হয় কুখ্যাত আদিয়ালা জেলে। একই জেলে বন্দি রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীও।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ