16 C
আবহাওয়া
৮:৫৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » হজের প্রাথমিক নিবন্ধন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

হজের প্রাথমিক নিবন্ধন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

হজের প্রাথমিক নিবন্ধন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

বিএনএ,ঢাকা: হজের প্রাথমিক নিবন্ধন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখা বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতে চলতি বছরের ২৫ আগস্টে জারিকৃত বিজ্ঞপ্তি অনুসারে ৩০ নভেম্বর তারিখের মধ্যে হজে গমনেচ্ছু প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে। এ সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন যুগপৎভাবে করা যাবে।

এর আগে হজের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা ছিল ২৩ অক্টোবর। পরে তা পরিবর্তন করে আগামী ৩০ নভেম্বর করে ধর্ম মন্ত্রণালয়।

উল্লেখ্য, আগামী বছর বাংলাদেশ থেকে হজের সুযোগ পাবেন ১ লাখ ২৭ হাজার ১শত ৯৮ জন হজযাত্রী। এ কোটা নির্ধারণ করেছে সৌদি সরকার। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২৩ জুন হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানান, আগামী জানুয়ারিতে সৌদির সঙ্গে বাংলাদেশের হজ চুক্তি হবে। সরকারিভাবে কতজন এবং বেসরকারিভাবে কতজন যাবেন, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি ধর্ম মন্ত্রণালয়।

চলতি বছর হজে যাওয়ার জন্য এ পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র ৮৩ হাজার ২ শত ১৮ জন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩ শত ২৩ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮ হাজার ৮ শত ৯৫ জন।

 

বিএনএনিউজ/ আরএস/হাসনা

Loading


শিরোনাম বিএনএ