বিএনএ,কক্সবাজার: ঘূর্ণিঝড় দানার প্রভাবে কক্সবাজারের ইনানীতে সমুদ্র সৈকত দ্বিখণ্ডিত করে তৈরি করা নৌবাহিনীর জেটিটি ভেঙে গেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোরে জেটির মাঝখানের অংশ ভেঙে যায় বলে জানায় স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই জেটি থেকে শীপে মানুষ উঠার জন্য রাখা হয়েছে ভাসমান পল্টুন। ঘূর্ণিঝড় দানার প্রভাবে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় সেই পল্টুনের আঘাতে জেটিটি ভেঙে যায় বলে ধারণা করছে স্থানীয়রা। পল্টুনটি ভেঙে যাওয়া অংশে এখনো রয়েছে।
প্রসঙ্গত, ২০২০ সালে আন্তর্জাতিক নৌশক্তি মহড়ার জন্য সমুদ্র সৈকত দ্বিখণ্ডিত করে জেটিটি নির্মাণ করে বাংলাদেশ নৌ-বাহিনী। ২০২২ সালের ৭ ডিসেম্বর নৌ-মহড়া শেষ হলেও জেটিটি অপসারণ করা হয়নি।
পরবর্তীতে এটি নিয়ে উচ্চ আদালতে রিটও করা হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার পক্ষ থেকে এটি সরিয়ে ফেলার জন্য স্মারকলিপি দেয়া হয়। উল্টো কর্ণফুলী শীপ বিল্ডার্সের মালিকাধীন এমভি কর্ণফুলী এক্সপ্রেস বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু করে এই জেটি। এই জেটিকে ঘিরে স্থানীয় পরিবেশ আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ রয়েছে।
বিএনএনিউজ/আরএস/হাসনা