31 C
আবহাওয়া
১২:১৬ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম,কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ ঘোষণা

চট্টগ্রাম,কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ ঘোষণা

চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ ঘোষণা

বিএনএ ডেস্ক : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।সার্কুলারে বলা হয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ থাকবে। বন্ধের আদেশটি ২৫ অক্টোবর (মঙ্গলবার) ভোর ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সোমবার (২৪ অক্টোবর) দুপুরে এ বিষয়ে নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করেছে।

এদিকে, এখন পর্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ৩৩৫ কিলোমিটারের মধ্যে চলে এসেছে। এর প্রভাব বাংলাদেশে ইতোমধ্যে পড়তে শুরু করেছে। মোংলা ও পায়রা বন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৬ নম্বর বিপদসংকেত বহাল রাখা হয়েছে।

 

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ