26 C
আবহাওয়া
১:০৬ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » ইউজিসির’ সদস্য হলেন জাবি উপাচার্য ড. মশিউর রহমান

ইউজিসির’ সদস্য হলেন জাবি উপাচার্য ড. মশিউর রহমান

উপাচার্য ড. মশিউর রহমান

বিএনএ,ঢাকা : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ‘ইউজিসির’ সদস্য মনোনীত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন বোর্ডের সর্বসম্মতিক্রমে ৫ অক্টোবর থেকে পরবর্তী দুই বছরের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খণ্ডকালীন সদস্য মনোনীত হয়েছেন তিনি।

শনিবার (২৩ অক্টোবর) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম।

তিনি বলেন, ইউজিসি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, অধ্যাপক ড. মো. মশিউর রহমান গত ৩১ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৩০ মে তাঁকে এই নিয়োগ দিয়েছেন।

ফয়জুল করিম আরও বলেন, ড. মশিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক। সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি আছে তার। একই বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেছেন।

বিএনএ/  এম. এস. রুকন,এমএম

Loading


শিরোনাম বিএনএ