চট্টগ্রাম : লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির দায়িত্ব হস্তান্তর ও ২০২৪-২০২৫ সেবাবর্ষের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার(২১শে সেপ্টেম্বর) বন্দর নগরী চট্টগ্রামের কাজির দেউরিস্থ একটি রেস্তোরায় এ সভার প্রথম পর্বে ২০২৩-২৪ সেবাবর্ষের ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আবিদুর রহমান পিএমজেএফ এর সভাপতিত্বে নতুন বর্ষের ক্লাব প্রেসিডেন্ট লায়ন চৌধুরী ফাহিম মোস্তফার নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়।
শেষ পর্বে নতুন বর্ষের ক্লাব প্রেসিডেন্ট লায়ন চৌধুরী ফাহিম মোস্তফা এর সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, লায়ন চৌধুরী শামিম মোস্তফা এমজেএফ RC-HQ, লায়ন এএইচএম ইলিয়াছ করীম GA, লায়ন শামিম আরা বেগম RC, লায়ন চৌধুরী রাকিবুল কামাল এফসিএ ZC, লায়ন নাসরিন ইসলাম ZC ক্লাব ভাইস প্রেসিডেনট লায়ন এডভোকেট আলাউদ্দিন, ক্লাব ট্রেজারার লায়ন এড. জয়নাল আবেদীন।
সভা সঞ্চালনা করেন ডায়মন্ড সিটি ক্লাবের জয়েন্ট সেক্রেটারি লায়ন সাংবাদিক ইয়াসীন হীরা।
বিএনএ, এসজিএন/এইচমুন্নী