বিএনএ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সংবাদ প্রকাশ করায় প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহ কে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিএফসির বিরুদ্ধে। রোববার (২৪ সেপ্টেম্বর) সাড়ে বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় কলা অনুষদের সামনে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোশাররফ শাহ বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে উপাচার্যের কার্যালয়ে যাচ্ছিলাম বক্তব্য নেওয়ার জন্য। এ সময় দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদের সামনে ১৫ থেকে ২০ জন ছাত্রলীগের কর্মী আমাকে আটকায়। আমাকে লাঠিসোটা দিয়ে উপর্যুপরি মারধর করে আমার মোবাইল কেড়ে নেয়। পরে সেখান থেকে রব হলে নিয়ে গিয়ে দ্বিতীয় দফা মারধর করে।
তিনি বলেন, মারধরের সময় নেতা–কর্মীরা পরবর্তীতে আর ছাত্রলীগ নিয়ে প্রতিবেদন না ছাপানোর হুমকি দেন। তাঁরা বলেন, ‘আর নিউজ করিস, তারপর দেখব তোরে কে বাঁচাতে আসে। ছাত্রলীগকে নিয়ে কোনো নিউজ হবে না।’
আহত অবস্থায় মোশাররফকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বুক ও হাতে আঘাত থাকার কারণে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
বিএনএ/ সুমন, এমএফ