31 C
আবহাওয়া
৭:৩৬ অপরাহ্ণ - আগস্ট ১১, ২০২৫
Bnanews24.com
Home » বেনিনে জ্বালানি ডিপোতে বিস্ফোরণে নিহত ৩৫

বেনিনে জ্বালানি ডিপোতে বিস্ফোরণে নিহত ৩৫


বিএনএ, বিশ্বডেস্ক :  আফ্রিকার দেশ বেনিনে একটি জ্বালানি ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে ৩৫ জন নিহত হয়েছেন।আলজাজিরা রোববার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য জানায় ।এর আগে শনিবার নাইজেরিয়ার সীমান্তের কাছে অবৈধ জ্বালানির গুদামে এ বিস্ফোরণ ঘটে।

জানা যায়, নাইজেরিয়ার সীমান্তের কাছে বেনিনের সেমে-পডজি শহরে অবৈধ জ্বালানির গুদামে শনিবার এ বিস্ফোরণ ঘটে। এতে ৩৫ জন নিহত হন।এ ঘটনায় দেশটির বিচার মন্ত্রণালয় তদন্ত শুরু করেছে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, পেট্রল ভরার সময় আগুনের সূত্রপাত হতে পারে। এতে একডজনের বেশি লোক গুরুতর আহত হয়েছেন।

বেনিনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, চোরাচালান জ্বালানির কারণে এই অগ্নিকাণ্ড হয়েছে। নাইজেরিয়ার সঙ্গে বেনিনের সীমান্তে জ্বালানি চোরাচালানে দেশটিতে প্রায়শই এমন ঘটে থাকে।

স্থানীয় এক বাইকচালক বলেন, ঘটনাস্থলের কাছেই আমি ছিলাম। সেখানে বিশাল পেট্রলের ডিপো আছে। কিন্তু কীভাবে আগুন লেগেছে তা বলতে পারব না।

বিএনএ/ ওজি/এইচ এ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ