31 C
আবহাওয়া
৯:৩৩ অপরাহ্ণ - আগস্ট ১১, ২০২৫
Bnanews24.com
Home » বিশ্ব নদী দিবস আজ

বিশ্ব নদী দিবস আজ

বিশ্ব নদী দিবস আজ

বিএনএ,ডেস্ক :বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ (২৪ সেপ্টেম্বর) পালিত হচ্ছে বিশ্ব নদী দিবস । ‘রাইটস অব রিভার’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এ উপলক্ষে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

বিশ্ব নদী দিবস উপলক্ষে নৌপরিবহন অধিদপ্তর ও সংস্থার উদ্যোগে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

এছাড়া, জাতীয় নদী কমিশনের উদ্যোগে রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের নদ-নদী: সংজ্ঞা ও সংখ্যা’ এক শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।

এই সেমিনারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক সচিব মারগুব মোর্শেদ প্রধান অতিথি থাকবেন বলে জানা গেছে। সেমিনারে সভাপতিত্ব করবেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী।

প্রসঙ্গত, ১৯৮০ সাল থেকে ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রোববারকে বিশ্ব নদী দিবস হিসেবে পালনের সূচনা করে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ