21 C
আবহাওয়া
৯:৩৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » হাত-মুখ বাঁধা দম্পতির রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাত-মুখ বাঁধা দম্পতির রক্তাক্ত মরদেহ উদ্ধার

v

বিএনএ, ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভায় হাত-মুখ বাঁধা অবস্থায় বৃদ্ধ দম্পতির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দম্পতিরা হলেন- নজির উদ্দিন (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুন (৬০)।শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার পুরাতন বাজারপাড়া থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে  বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসলখানা থেকে বৃদ্ধের হাত বাঁধা ও ঘরের ভেতর থেকে বৃদ্ধার মুখ বাঁধা মরদেহ পাওয়া যায়। বৃদ্ধার পাশে পড়ে থাকা ছোট কাঁচি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত করা হয়েছে। পিবিআই ও সিআইডিকে খবর দেওয়া হয়েছে।

পুলিশ আরও জানায়, শুক্রবার থেকে দম্পতির জামাতা অহিদুলসহ পরিবারের সদস্যরা তাদের ফোন করে না পেয়ে বাড়িতে এসে তালাবদ্ধ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তালা ভেঙে দুজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ