28 C
আবহাওয়া
৩:২৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৫
Bnanews24.com
Home » শেখ হাসিনা ভারতের লোক!

শেখ হাসিনা ভারতের লোক!


বিএনএ, ঢাকা: শেখ হাসিনা প্রমাণ করেছেন, তিনি বাংলাদেশের পক্ষের নন, তিনি ভারতের লোক। আওয়ামী লীগ নিজেই প্রমাণ করেছে তারা এ দেশের কোনো রাজনৈতিক দল ছিল না। তাঁরা অন্য একটি দেশের একটি রাজনৈতিক দলের অঙ্গসংগঠন ছিল।’

শনিবার বিকালে কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজমাঠে আয়োজিত চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এই মন্তব্য করেন।

রাজনীতিতে বিএনপি বহুমতকে শ্রদ্ধা করে জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘যে আমার বিরুদ্ধে বক্তব্য দেবে, তার সেই বক্তব্য দেওয়ার অধিকারকে সংরক্ষণ করব। কখনো রাজনৈতিক বিরোধিতার জন্য তাঁকে আমরা আক্রমণ করব না। এটাই রাজনৈতিক সংস্কৃতি, গণতন্ত্রের সৌন্দর্য্য।’

বাংলাদেশে যাতে আর কোনো দিন কোনো রকমের ফ্যাসিবাদী শক্তির উত্থান না হয়, সে জন্য গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমেদ।

বিএনপির সম্মেলনে সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আলাপ–আলোচনার মধ্য দিয়ে যেসব সংস্কার প্রস্তাব আমরা গ্রহণ করেছি, সেসব পরবর্তী জাতীয় সংসদে বাস্তবায়ন করা হবে।’

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, গণতন্ত্রের ভাষা হচ্ছে মানুষ যাকে ভোট দেবে, তিনি এমপি নির্বাচিত হবেন। পিআরের ভাষা হচ্ছে মার্কায় ভোট হবে, কে এমপি হবে লোকে জানবে না। এমন পিআর বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি।

জামায়াত ইসলামী ও এনসিপিকে ঈঙ্গিত করে বলেন, কেউ কেউ পিআর বলে এখনো গলা ফাটাচ্ছে। উদ্দেশ্য কিন্তু পিআর নয়। উদ্দেশ্য হচ্ছে পিআর-পিআর করে যদি কিছু পাওয়া যায়! এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই প্রভাবশালী সদস্য ।

শামীমা চৌধুরী শাম্মী

Loading


শিরোনাম বিএনএ