28.5 C
আবহাওয়া
৫:৩০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১, ২০২৫
Bnanews24.com
Home » গাজায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত

গাজায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় আরও  ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার আল জাজিরা এ তথ্য নিশ্চিত করে।

তাদের হাতে আসা ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি ট্যাঙ্ক গাজা সিটির সাবরা এলাকায় প্রবেশ করছে। এটি সেনাদের স্থল অভিযান আরো বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

এর আগে শনিবার দক্ষিণ গাজার খান ইউনুসের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আসদা এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নেওয়া তাঁবুতে ইসরায়েলি সেনারা গোলাবর্ষণ করে। এতে ১৬ জন নিহত হয়, যাদের মধ্যে ৬ জন শিশু।

চিকিৎসা সূত্রের বরাতে জানা গেছে, সারা দিন ধরে মানবিক সাহায্য নিতে গিয়ে আরো ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে একজনকে খান ইউনুসের দক্ষিণ-পূর্বে তথাকথিত ‘মোরাগ অ্যাক্সিস’-এর কাছে একটি বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করে।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ