20 C
আবহাওয়া
১০:১৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » সাবেক এমপি সাদেক খান গ্রেপ্তার

সাবেক এমপি সাদেক খান গ্রেপ্তার


ঢাকার মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।রাজধানীর পশ্চিম নাখাল পাড়া এলাকা থেকে শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন  ডিএমপির মিডিয়া অ্যান্ড রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান।

পুলিশ জানায়, কোটা আন্দোলনে একজনের মৃত্যুর ঘটনায় গত ২২ আগস্ট মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা হয়। যাতে সাদেক খানকে আসামি করা হয়েছে।

সাদেক খান মোহাম্মদপুর-আদাবর ও শেরেবাংলা নগর থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনে ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হন। ২০২৪ সালের নির্বাচনে তিনি দলের মনোনয়ন পাননি।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ