16 C
আবহাওয়া
৯:৩৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » বোয়ালখালীতে ধানি জমি থেকে মরদেহ উদ্ধার

বোয়ালখালীতে ধানি জমি থেকে মরদেহ উদ্ধার


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে একটি ধানি জমি থেকে ম্যাক্সি পরিহিত এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে।শনিবার (২৪ আগস্ট) সকালে উপজেলা সারোয়াতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হোরারবাগ গ্রামের সেবাখোলা বিলে এ মরদেহ পাওয়া যায়।

স্থানীয় ইউপি সদস্য দিদারুল আলম জানান, শাকপুরা স্কুলের উত্তর পাশে সেবাখোলা বিলের একটি ধানি জমিতে মরদেহটি পড়েছিলো। স্থানীয় লোকজন বিষয়টি জানালে থানায় খবর দিয়েছি।

তিনি বলেন, মরদেহের ধরণ দেখে মনে হচ্ছে ২-৩ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহের পচন ধরায় কিছুই বোঝা যাচ্ছে না। লাল রংয়ের ম্যাক্সি পরিহিত। মুখমণ্ডল কালো কালিতে রাঙানো। মুখ বিকৃত রয়েছে।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক রেযাউল জাব্বার বলেন, ধারণা করা হচ্ছে কেউ হত্যা করে সেখানে মরদেহ ফেলে রেখেছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির নাম-পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ