14 C
আবহাওয়া
৮:১২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে মৃত জোড়া শিশুর জন্ম

ময়মনসিংহে মৃত জোড়া শিশুর জন্ম


বিএনএ, ময়মনসিংহ:ময়মনসিংহে বুক জোড়া লাগানো দুই মাথা-দুই পা-চার হাত বিশিষ্ট শিশুর জন্ম হয়েছে।বুধবার (২৪ আগস্ট) বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ওয়ার্ডে এই শিশুর জন্ম হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. জাকিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শেরপুর জেলার ২০ বছর বয়সী এক গৃহবধূ প্রসব ব্যথা নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ও লেবার ওয়ার্ডে ভর্তি হয়। বিকালের দিকে তাকে অপারেশন থিয়েটারে অপারেশনের জন্য নেয়া হয়। অপারেশন হলে ওই গৃহবধুর বুক জোড়া লাগানো দুই মাথা, দুই পা ও চার হাত বিশিষ্ট মৃত শিশুর জন্ম হয়। জন্মের পর শিশুটিকে তার বাবা নিয়ে গেছে। ওই গৃহবধু সুস্থ আছেন বলেও জানান তিনি।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ