বিএনএ, চুয়েট: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(চুয়েট) দুই ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতেই কর্মরত সেই সদস্যের নাম শফিকুল ইসলাম।
বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টায় চুয়েটের প্রধান ফটক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, সন্ধ্যায় চুয়েটের প্রধান ফটকের সামনের এক রেস্তোরায় নাস্তা করার সময় পাশের টেবিলে বসে চোখের ইশারায় অশালীন অঙ্গভঙ্গি করেন অভিযুক্ত পুলিশ সদস্য শফিকুল । এরপর রেস্তোরা থেকে বেরিয়ে আসার পরও ছাত্রীদের ইভটিজিং করার চেষ্টা করেন। এসময় ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা তা টের পেয়ে উত্তেজিত হয় এবং অভিযুক্ত ব্যক্তিকে দায়িত্বরত পুলিশের নিকট সোপর্দ করেন।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “দায়িত্বরত পুলিশ কর্মকর্তাগণ আমাদেরকে আশ্বস্ত করেছেন। উক্ত অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে৷ ”
এদিকে রাঊজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম বলেন, “তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে ৷
বিএনএ/রব্বানী, এমএফ