14 C
আবহাওয়া
৮:৩৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » এলাকার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

এলাকার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

বিএনএ ডেস্ক: নির্মাণাধীন মিঠামইন সেনানিবাসসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (২৪ আগস্ট) মিঠামইন উপজেলার বিভিন্ন এলাকার চলমান উন্নয়ন প্রকল্প ঘুরে ঘুরে দেখেন তিনি।

২৭৫ একর জমির উপর মিঠামইন সেনানিবাস নির্মাণ হচ্ছে। এরইমধ্যে ভূমি সমতল ও উঁচুকরণের কাজ শেষ হয়েছে। তীর রক্ষার কার্যক্রমও শেষ হয়েছে চলতি বছরের এপ্রিলে।

মিঠামইন উপজেলার সেনানিবাস এলাকায় পৌঁছালে ইঞ্জিনিয়ার-ইন-চীফ (ই-এন-সি) মেজর জেনারেল মো. জুবায়ের সালেহীনসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানান। পরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নির্মাণাধীন সেনানিবাস নিয়ে সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হয় ।

এলাকার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন রাষ্ট্রপতি

সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতিকে ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া নির্মাণের সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। পরে রাষ্ট্রপতি একটি জলযানে চড়ে ২৭৫ একর নির্মাণাধীন সেনানিবাস এলাকার একটি স্থান পরিদর্শন করেন। তিনি সেনানিবাসে একটি বটগাছের চারাও রোপণ করেন।

আবদুল হামিদ ফাউন্ডেশন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন রাষ্ট্রপতি
আবদুল হামিদ ফাউন্ডেশন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন রাষ্ট্রপতি

এর আগে রাষ্ট্রপতি তার পৈত্রিক বাসভবনের সামনে ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন’-এর কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেন ষ্ট্রপতি
স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেন ষ্ট্রপতি

স্থানীয় সংসদ সদস্য-মো. আফজাল হোসেন ও রেজওয়ান আহম্মদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাষ্ট্রপতির বোন আছিয়া আলম, রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

এলাকার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন রাষ্ট্রপতি
এলাকার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি গত ২২ আগস্ট তাঁর নিজ জেলার তিন উপজেলা- মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনায় চলমান কিছু উন্নয়ন প্রকল্পের তদারকি করতে এবং স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও পেশাজীবিদের সাথে মতবিনিময় করতে চার দিনের সফরে কিশোরগঞ্জে যান। বৃহস্পতিবার ঢাকায় ফিরবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ