26 C
আবহাওয়া
১:১৩ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » বিশ্ব ডায়াবেটিক ফেডারেশনের কংগ্রেসে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

বিশ্ব ডায়াবেটিক ফেডারেশনের কংগ্রেসে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

বিশ্ব ডায়াবেটিক ফেডারেশনের কংগ্রেসে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

বিএনএ ডেস্ক: বিশ্ব ডায়াবেটিক ফেডারেশনের কংগ্রেসে যোগদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়। আমন্ত্রণপত্র হস্তান্তর করেন ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক আখতার হোসেন।

আগামী ডিসেম্বরে পর্তুগালে এই কংগ্রেস অনুষ্ঠিত হবে যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডায়াবেটিসের প্রথম গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হবে।

শেখ হাসিনা সর্বসম্মতিক্রমে তাঁকে এই উপাধিতে ভূষিত করায় বিশ্ব ডায়াবেটিস ফেডারেশনের গভর্নিং বডিকে ধন্যবাদ জানান।

খাদ্যাভ্যাস পরিবর্তন এবং গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপের ওপর জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাক্ষাতে বিশ্ব ডায়াবেটিক ফেডারেশনের সভাপতি প্রধানমন্ত্রীকে তাদের কার্যক্রমের কথা জানান।এ সময় উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ড. আবুল কালাম আজাদ খান।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ