18 C
আবহাওয়া
৮:২০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » দক্ষিণ-পূর্ব ইউক্রেনে রাশিয়া নিযুক্ত শহরের প্রধান গাড়ি বোমায় নিহত

দক্ষিণ-পূর্ব ইউক্রেনে রাশিয়া নিযুক্ত শহরের প্রধান গাড়ি বোমায় নিহত

রাশিয়া নিযুক্ত শহরের প্রধান গাড়ি বোমায় নিহত

দক্ষিণ-পূর্ব ইউক্রেনে রাশিয়া নিযুক্ত মাইখাইলিভকা  শহরের প্রধান ইভান সুশকো দখলকৃত অঞ্চল জাপোরিঝিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয়েছে। মস্কো-সমর্থিত আঞ্চলিক প্রশাসনের একজন সদস্য বুধবার(২৪আগস্ট) এ তথ্য জানান।খবর মস্কো টাইমস।

সাম্প্রতিক সময়গুলোতে রাশিয়া অধিকৃত ইউক্রেনের অঞ্চলগুলোতে রাশিয়াপন্থী কর্মকর্তাদের বিরুদ্ধে আত্মঘাতি ও গাড়ি বোমা হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ ঘটনায় শহরের প্রধান ইভান সুশকো নিহত হন।

“গাড়ির সিটের নিচে একটি বিস্ফোরক যন্ত্র রাখা হয়েছিল,” জাপোরিঝিয়া-এর রাশিয়ান-নিযুক্ত প্রশাসনের সদস্য ভ্লাদিমির রোগভ মেসেজিং অ্যাপ টেলিগ্রামে লিখেছেন।

রোগভ বলেন, “ইভান সুশকো বিস্ফোরণে গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।”

একইদিন রাশিয়া নিযুক্ত খেরসন অঞ্চলের কর্মকর্তা ইগর টেলিগিনের ওপর একটি গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে। যদিও তিনি ভাগ্যক্রমে বেঁচে যান।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ