26 C
আবহাওয়া
৪:৪১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যে কর্মসূচি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যে কর্মসূচি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যে কর্মসূচি-ছবি সংগৃহিত

বিএনএ, ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামি ১ সেপ্টেম্বর। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স কর্মসূচিগুলো ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে- ১ সেপ্টেম্বর সকাল ৬টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপি সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন।  বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে দলের স্থায়ী কমিটির সদস্যদের ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ।

দুপুর ১২টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। বিএনপির এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে অনুরূপভাবে আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচির মাধ্যমে দিবসটি পালনের জন্য সকল ইউনিটকে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও আগামি ৩০ আগস্ট গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসটি’ নানা কর্মসূচির মাধ্যমে পালন করবে বিএনপি।

সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ওই দিন বিএনপির উদ্যোগে হেল্প ক্যাম্প ও করোনা রোগীদের সহায়তা প্রদান করা হবে।  দীর্ঘ ৪৩ বছরের পথ-পরিক্রমায় বিএনপি স্বাধীনতার চেতনা বাস্তবায়নের মাধ্যমে দেশ গঠন, গণতন্ত্রায়ন, সমৃদ্ধি এবং দুঃশাসন, দুর্যোগ-দুর্বিপাকে জনগণের পাশে থেকে নিরলসভাবে কাজ করেছে, এখনও করছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ