25 C
আবহাওয়া
৩:৪১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » আফগানিস্তানে ইউক্রেনের বিমান ছিনতাই

আফগানিস্তানে ইউক্রেনের বিমান ছিনতাই

আফগানিস্তানে ইউক্রেনের বিমান ছিনতাই bnanews24.com

বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানের কাবুলে ইউক্রেনের একটি বিমান ছিনতাই হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বিমানটি ছিনতাই করেছে বলে সংবাদ সংস্থা তাস জানিয়েছে।

খবরে বলা হচ্ছে, আফগানিস্তানে আটকে পড়া ইউক্রেনবাসীদের উদ্ধার করতে কাবুলে নেমেছিল ইউক্রেনের বিমানটি। উড্ডয়নের পরই বিমানটি ছিনতাই করা হয়।  বিমানটিকে ইরানে নিয়ে যাওয়া হয়েছে বলে রাশিয়ান ওই সংবাদমাধ্যম জানিয়েছে।

মঙ্গলবার ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়েভহেনি ইয়েনিন দেশটির হরমাদস্কি রেডিওকে বলেন, রোববার অন্য কিছু লোক আমাদের বিমানটি ছিনতাই করেছে। মঙ্গলবার বিমানটি বাস্তবেই আমাদের কাছ থেকে চুরি করা হয়েছে। এটি কিছু লোক ইরানে নিয়ে গেছে। কারা বিমানটি নিয়ে গেছে তা জানা যায়নি। আমাদের তিনটি উদ্ধার অভিযান সফল হয়নি। কারণ, আমরা আমাদের লোকদের বিমানবন্দরে আনতে পারিনি।

এ ঘটনার পর কাবুল এয়ারপোর্টে বিমান চলাচল স্থগিত করেছে আফগানিস্তানের বিমান চলাচল সংস্থা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ