28 C
আবহাওয়া
১২:৫৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » মোবাইল ইন্টারনেট রবি-সোমবার চালু : পলক

মোবাইল ইন্টারনেট রবি-সোমবার চালু : পলক


বিএনএ, ঢাকা :রবি ও সোমবারে দেশে মোবাইল ইন্টারনেট চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ বুধবার রাতে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হতে পারে বলেও জানান তিনি।

বুধবার (২৪ জুলাই) ঢাকায় বিটিআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পলক।

তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি বিশ্লেষণ করতে টেলিকম অপারেটরদের সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বসব। তাদের সঙ্গে বৈঠকের পর আগামী রোববার বা সোমবার মোবাইল ইন্টারনেট চালু করা হবে।’

এর আগে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মো. এমদাদুল হক জানান, সারাদেশে প্রায় ৪০ শতাংশ ব্রডব্যান্ড সংযোগ পুনরুদ্ধার করা হয়েছে এবং আজকের মধ্যে বেশিরভাগ সংযোগ ঠিক হয়ে যাবে।

তিনি বলেন, ‘আমরা সব সংযোগ ঠিক করতে অক্লান্ত পরিশ্রম করছি। আশা করি অধিকাংশ মানুষ শিগগির ইন্টারনেট পাবে।’

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার মধ্যে গত বৃহস্পতিবার রাতে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পাঁচ দিন পর গতরাতে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ