28 C
আবহাওয়া
২:৩৮ পূর্বাহ্ণ - জুলাই ২, ২০২৫
Bnanews24.com
Home » বান্দরবানে কেএনএফ’র দুই সদস্য নিহত

বান্দরবানে কেএনএফ’র দুই সদস্য নিহত

বান্দরবানে কেএনএফ’র দুই সদস্য নিহত

বিএনএ, বান্দরবান: বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দু’জন সদস্য নিহত হয়েছে। বুধবার (২৪ জুলাই) সকালে রুমা উপজেলার সাইকত পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তারা জানায়, সকালে গোপন সূত্রে তথ্য পেয়ে ওই এলাকায় কেএনএফ’র একটি আস্তানায় যৌথ বাহিনী অভিযান চালালে এ ঘটনা ঘটে। এই অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত হওয়ার সাথে বেশ কিছু অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় কেএনএফ সদস্যরা হামলা চালিয়ে অস্ত্র, গুলি ও টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে ঐ এলাকায়। অভিযানে এ পর্যন্ত ১১৬ জন কেএনএফ সদস্য আটক হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত রাতের ভোটের দায় স্বীকার করে নূরুল হুদার জবানবন্দি লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট আলাউদ্দিন, সেক্রেটারি ইয়াসীন হীরা রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৯৯৫ মামলা এক লাখ ১০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার রাষ্ট্রের সংস্কারের পাশপাশি জনগণের ভাগ্যের পরিবর্তন চায় বিএনপি: মোস্তাফিজুর রহমান লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট আলাউদ্দিন, সেক্রেটারি ইয়াসীন হীরা সাবেক ডিআইজিসহ ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬ ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা ১৮ জুলাই