16 C
আবহাওয়া
৫:১২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » কোটা আন্দোলন: গুলিবিদ্ধ চবি শিক্ষার্থীর মৃত্যু

কোটা আন্দোলন: গুলিবিদ্ধ চবি শিক্ষার্থীর মৃত্যু

কোটা আন্দোলন: গুলিবিদ্ধ চবি শিক্ষার্থীর মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির নামে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষে গুলিবিদ্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (২৩ জুলাই) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় চন্দ্র তরুয়া (২২) নামের ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়ায়।

সহপাঠীদের দাবি, এসময় টিউশনি শেষ করে ফেরার পথে হৃদয় সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন।

হৃদয় চন্দ্র তরুয়া’র বাড়ি পটুয়াখালীতে। তিনি চবি ইতিহাস বিভাগের ৩য় বর্ষের (২০২০-২১) শিক্ষার্থী। বাবা রতন চন্দ্র তরুয়া ও মা অর্চনা রানীর এক ছেলে ও এক মেয়ের মধ্যে হৃদয় বড় সন্তান। বাবা কাঠমিস্ত্রির কাজ করে সংসার চালান।

গুলিবিদ্ধ হৃদয়কে পাঁচলাইশের একটি বেসরকারি হাসপাতাল থেকে রোববার ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

রতন চন্দ্র তরুয়া জানান, ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, লেখাপড়া শেষ করে চাকরি করবে, সংসারের কষ্ট দূর হবে; কিন্তু সেই স্বপ্ন ভেঙ্গে গেল তাড়াতাড়ি।

হৃদয় চন্দ্র তরুয়া’র মৃত্যুতে চবি উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ