20 C
আবহাওয়া
৯:০৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » সেতু বিভাগের ক্ষতি ৪০০ কোটি টাকা!

সেতু বিভাগের ক্ষতি ৪০০ কোটি টাকা!


ঢাকা: কোটা সংস্কার নিয়ে আন্দোলন পরবর্তীতে সহিংসতায় -অগ্নিসংযোগে রাজধানীর বিটিভি ভবনের ন্যায় সেতু বিভাগেরও ব্যাপক ক্ষতি হয়েছে।  বুধবার (২৪ জুলাই) সকাল থেকে সেতু বিভাগ প্রধান কার্যালয় পুনরায় চালু হলেও ভবনটির নিচের ফাঁকা জায়গায় তাবু টানিয়ে অফিস করছেন সেতু সচিবসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস বলেন, অগ্নিকাণ্ডে সেতু বিভাগের ক্ষতির পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকার হতে পারে।  গত শুক্রবার বনানীর সেতু ভবনে হামলাকারীরা অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয় ৫৫টি গাড়ি। এসব গাড়ির মূল্য প্রায় ৭০ কোটি টাকা।

অগ্নিসংযোগের ঘটনায় সেতুভবনের ১৪তলা ভবনই অগ্নিসংযোগে ছাইয়ের স্তূপে পরিণত হয়েছে।  কিছু কিছু ফাইল ও কাগজপত্র নিরাপত্তা কর্মীরা রক্ষা করেন।

এসব ঘটনায় ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে।  সেতু ভবনে অগ্নিসংযোগের ঘটনায় একটি, বিআরটি প্রজেক্টে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একটি এবং এক্সপ্রেসওয়ে’র দুই টোলপ্লাজা ভাঙচুরের ঘটনায় পৃথক দুইটি মামলা করা হয়েছে। সেতু সচিব মনজুর হোসেন বুধবার গণমাধ্যমকে এসব তথ্য জানান।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ