16 C
আবহাওয়া
৯:৫৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » মোবাইল ইন্টারনেট কবে চালু হবে ? 

মোবাইল ইন্টারনেট কবে চালু হবে ? 


ঢাকা : সারাদেশে টানা ৫ দিন বন্ধ থাকার পর খুব সীমিত পরিসরে অগ্রাধিকার ভিত্তিতে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদান কার্যক্রম। জরুরি সেবা, আর্থিক ও ব্যবসাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমসহ কিছু খাতকে অগ্রাধিকার দিয়ে মঙ্গলবার (২৩ জুলাই) রাতে ইন্টারনেট সেবা চালু হয়েছে।তবে মোবাইল ইন্টারনেট কবে চালু হবে তা এখনও অনিশ্চিত।

 

এদিকে বুধবার (২৪ জুলাই) মোবাইল ইন্টারনেটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) বৈঠক ডাকা হয়েছে।

বুধবার রাতের মধ্যেই বাসা-বাড়ির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হতে পারে বলে আশ্বাস দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। যারা ্ওয়াইফাই লাইন ব্যবহার করেন তারা হয়তো নেট পেতে পারেন!

এদিকে  আজ বুধবার রাতেই বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা(যারা ্ওয়াইফাই ব্যবহার করেন) চালু করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে আগারগাঁও বিটিসিএল ভবনে এ তথ্য জানান তিনি।

গত মঙ্গলবার রাজধানীর বিটিআরসি ভবনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, পরীক্ষামূলকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু হবে। প্রাথমিকভাবে ব্যাংক, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সংবাদমাধ্যমের কার্যালয় ও কূটনৈতিক এলাকায় ইন্টারনেট চালু হবে। তথ্যপ্রযুক্তি খাত, রফতানিমুখী শিল্প খাত, বিদ্যুৎ, গ্যাস, পানি ও হাসপাতালের মতো জরুরি সেবা প্রতিষ্ঠান, রেলওয়ে, প্রবাসীকল্যাণ সেবা এবং এয়ারলাইনস সেবা প্রতিষ্ঠানের কার্যালয় থাকা এলাকায় ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে। এরপর এলাকার পরিধি বাড়ানো হবে। খুব দ্রুত সার্বিকভাবে পুরো ইন্টারনেট সেবা চালু হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৮টার পর থেকে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়। এর আগেরদিন বুধবার রাতেই বন্ধ হয়ে পড়ে মোবাইল ইন্টারনেট সেবা। ফলে বৃহস্পতিবার রাত থেকে দেশজুড়ে পুরোপুরি বিঘ্নিত হয় ইন্টারনেট সেবা। আর ইন্টারনেটভিত্তিক সব সেবা ও ব্যবসা বন্ধ হয়ে পড়ে।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ