বিশ্ব ডেস্ক: আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জো বাইডেন। সম্প্রতি সময়ে বিভিন্ন কারণে উত্তাল যুক্তরাষ্ট্রের রাজনীতি। এই সময় বাইডেনের প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ার ঘটনায় ভাগ্য খুলছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের।
প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলনে নতুন প্রার্থী কে হচ্ছেন তা জানা যাবে আগামী ১৯ আগস্ট। তবে ধারণা করা হচ্ছে, চূড়ান্ত প্রার্থী হিসেবে কমলা হ্যারিস মনোনয়ন পেতে পারেন।
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া ঠেকাতে ডেমোক্র্যাটদের আশার আলো এখন কমলা।
প্রেসিডেন্ট প্রার্থীতা থেকে বাইডেন সরে দাঁড়ানোর পর কমলা হ্যারিসকে জোড়ালোভাবে সমর্থন দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ ডেমোক্রেটিক দলের অনেক সিনিয়র নেতারা। খবর এপির।
বিএনএ, এসজিএন