14 C
আবহাওয়া
৯:২৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » ফতুল্লায় ডাইং কারখানায় অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি

ফতুল্লায় ডাইং কারখানায় অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি


বিএনএ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার একটি ডাইং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কোটি টাকার কাপড় পুড়ে গেছে এমনটা দাবি করেছেন মালিকপক্ষ।

রোববার(২৩ জুলাই) মধ্যরাতে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় হলি ফেব্রিকস কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাইং কারখানাটিতে ঝুট পুড়িয়ে বয়লারে কাপড় রঙ করার কাজ চলছিল। রাত বারোটার দিকে সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন কারখানাটির গোডাউনসহ আশপাশের ফ্লোরে ছড়িয়ে পড়ে। এসময় কারখানার শ্রমিকসহ স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে রাত দেড়টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট  আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তাদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অলিউল্লাহ জানান, কারখানায় সাব কন্ট্রাক্টরের কাজ করেন তিনি। আগুনে শুধু তারই ত্রিশ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে তিনি দাবি করছেন। তিনি ছাড়াও আরও আট থেকে দশ জন ব্যবসায়ী সাব কন্ট্রাকে ব্যবসা করছেন। তাদেরও সব মালামাল পুড়ে গেছে।

নারায়নগঞ্জ ফায়ার সার্ভিসের জেলা উপসহকারী পরিচালক মো. ফখর উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের ফতুল্লা, হাজীগঞ্জ ও মণ্ডলপাড়া স্টেশনের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া আগুন নির্বাপণের কাজ করতে গিয়ে বেলায়েত হোসেন নামে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন। তাকে সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

বিএনএ/ আজিজুল হাকিম , ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ