29 C
আবহাওয়া
১০:৪৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » দক্ষিণ কোরিয়ায় ব্যাটারি কারখানায় আগুন, নিহত ২২

দক্ষিণ কোরিয়ায় ব্যাটারি কারখানায় আগুন, নিহত ২২


বিএনএ, বিশ্বডেস্ক : দক্ষিণ কোরিয়ার একটি লিথিয়াম ব্যাটারি কারখানায় আগুন লেগে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই চীনের নাগরিক। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় সিউলের দক্ষিণে অবস্থিত হোয়াসেওং এলাকায় আরিসেল নামের ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইতোমধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। খবর রয়টার্স।

নিহতদের মধ্যে ১৮ জন চীনা শ্রমিক এবং একজন লাওতিয়ান ছিলেন। বাকি মৃত শ্রমিকরা কোন দেশের তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় দমকল কর্মকর্তা কিম জিন-ইয়ং বলেন, ‘গুদামে ৩৫ হাজার ইউনিট ব্যাটারি রাখা ছিল। সেখানে বিস্ফোরণের পর কারখানায় আগুন ধরে যায়।’

কিম যোগ করেছেন, আগুনের তীব্রতার কারণে উদ্ধারকারীরা মৃতদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

তবে কী কারণে বিস্ফোরণের সূত্রপাত হয়, সেটা জানাননি কিম।

২০২০ সালে স্থাপিত আরিসেল সেন্সর ও রেডিও যোগাযোগ ডিভাইসের জন্য লিথিয়াম ব্যাটারি উৎপাদন করে। প্রতিষ্ঠানে ৪৮ জন কর্মী রয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ