31 C
আবহাওয়া
৩:৩৮ অপরাহ্ণ - জুন ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক চাপায় নিহত ২

ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক চাপায় নিহত ২

ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক চাপায় নিহত ২

বিএনএ, ঢাকা: ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক চাপায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (২৪ জুন) সকালে গৌরনদীর বাটাজোর এলাকার বাইচখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গৌরনদীর সাকোকাঠী গ্রামের মাছ ব্যবসায়ী বরুন দাস (৫৫) ও ভ্যানচালক বাবুগঞ্জের আগরপুর গ্রামের বাসিন্দা আয়নাল বেপারী (৬০)।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, সোমবার সকালে আগরপুর থেকে মাছ ক্রয়ের জন্য প্রতিদিনের ন্যায় ব্যাটারিচালিত ভ্যানযোগে গৌরনদীর মাহিলাড়া বাজারের উদ্দেশে যাচ্ছিলেন বরুন ও আয়নাল।

পথিমধ্যে বাটাজোড় বাইচখোলা নামক স্হানে পৌঁছলে বরিশালগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে যাওয়ার সময় ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্হলেই মাছ ব্যবসায়ী বরুন দাস ও ভ্যানচালক আয়নাল বেপারী নিহত হয়।

ওসি আরও জানান, পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ