27 C
আবহাওয়া
৬:১০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » পদ্মায় ধরা পড়ল ৩৫ কেজির বাঘাইড়

পদ্মায় ধরা পড়ল ৩৫ কেজির বাঘাইড়

BAGHAIR

বিএনএ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ৩৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি ৪৯ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। রোববার সকালে জেলে হাবিব হলদারের জালে মাছটি আটকা পড়ে।

স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, জেলে হাবিব হলদারসহ কয়েকজন নদীতে মাছ ধরতে যান। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেলেও মাছের দেখা পাননি। সকাল ৭টার দিকে জাল তুলতেই কয়েকটি ঝাঁকুনিতে বুঝতে পারে কিছু একটা আটকে গেছে। সে সময় জাল তুলে বড় একটি বাঘাইড় দেখতে পান। পরে দৌলতদিয়া মৎস্য আড়তে এনে ওজন দিয়ে দেখেন মাছটি ৩৫ কেজি।

সম্রাট শাহজাহান শেখ আরো বলেন, দৌলতদিয়া মৎস্য আড়ত থেকে নিলামে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪৫ হাজার টাকায় কিনে নিই। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৪৯ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ