19 C
আবহাওয়া
২:১০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে বন্যার পানিতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহে বন্যার পানিতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহে বন্যার পানিতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে বন্যার পানিতে ভেসে আসা ইব্রাহিম খলিল (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত ইব্রাহিম খলিল শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বালুঘাট এলাকার ইয়াকুব আলী মুন্সির ছেলে।শুক্রবার (২৪ জুন) সকালে উপজেলার ভাটপাড়া মালিজী নদীর বাইরাখালি ব্রীজ এলাকা মরদেহ উদ্ধার করে পুলিশ।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপজেলার ভাটপাড়া মালিজী নদীর বাইরাখালি ব্রীজ এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করি।

এমন খবর পেয়ে শেরপর জেলার নকলা উপজেলা থেকে মো. আব্দুর রাফি, মোহাম্মদ ফিরোজ উদ্দিনসহ আরও কয়েকজন ফুলপুর থানায় এসে মরদেহ কাপর, চশমা ও চাবির রিং দেখে পরিচয় শনাক্ত করে।

নিহতের আত্মীয়দের বরাত দিয়ে ওসি আরও বলেন, গত ৯ জুন মৃত ইব্রাহিম খলিল তার শশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। শ্বশুর বাড়িতে যাওয়ার পথে নকলা এবং নালিতাবাড়ী থানার মধ্যবর্তী মালিঝি (ভোগাই) নদী পার হওয়ার সময় নৌকা থেকে পড়ে তিনি নিখোঁজ হন।

পরে নকলা এবং নালিতাবাড়ী পুলিশ ও ফায়ার সার্ভিস খোঁজাখুঁজি করে মরদেহের কোন সন্ধ্যান পায়নি। এরপর থেকে সে নিখোঁজ ছিল। নিখোঁজ হওয়ার ১৫ দিন ফুলপুর উপজেলার ভাটপাড়া মালিজী নদীর বাইরাখালি ব্রীজ এলাকা মরদেহ উদ্ধারের খবর পেয়ে এখানে এসে পরিচয় শনাক্ত করেন।

ওসি মো. আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, মরদেহ উদ্ধারের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত