25 C
আবহাওয়া
১২:১২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » আসামে বন্যা, মৃত্যু বেড়ে ১০৭

আসামে বন্যা, মৃত্যু বেড়ে ১০৭

আসামে বন্যা, মৃত্যু বেড়ে ১০৭

বিএনএ, বিশ্বডেস্ক : ভারতের আসামে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। ৩০টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়। বন্যার কবলে পড়েছেন ৪৫ লাখ ৩৪ হাজার মানুষ।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, দৈনিক এক লাখ বোতল পানীয় জল নৌবাহিনীর বিশেষ বিমানে করে শিলচরে পাঠানো হবে। শিলচর শহরে কয়েকশো মানুষ পানিবন্দি রয়েছেন। কোথাও কোথাও পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। গত কয়েক দিন ধরে বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

এ ছাড়া দেশটির সেনাবাহিনী ও এনডিআরএফ টিম বন্যাদুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ