25 C
আবহাওয়া
১:০৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » বন্যাদুর্গতদের জাবি ছাত্রলীগের ত্রাণ সহায়তা

বন্যাদুর্গতদের জাবি ছাত্রলীগের ত্রাণ সহায়তা

বন্যাদুর্গতদের জাবি ছাত্রলীগের ত্রাণ সহায়তা

বিএনএ,জাবিঃ সুনামগঞ্জের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।  বৃহস্পতিবার (২৩ জুন) বিকেল পাঁচটা থেকে রাত ১০টা পর্যন্ত সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বেশ কয়েকটি গ্রামের প্রায় পাঁচশ পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

এসময় বন্যাপীড়িত মানুষের মধ্যে শুকনা খাবারের পাশাপাশি খাবার পানি, স্যালাইন, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট, মোমবাতি, দিয়াশলাইয়ের মতো প্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়া হয়। ধর্মপাশা উপজেলার কুষ্টিবাড়ি, সুনই, ধরাপপুর, নওয়াগাও গ্রামে জাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন।

জাবি ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, স্থানীয় চেয়ারম্যানের কাছে আমরা এমন কিছু গ্রামের কথা শুনি যেখানে এখনও ত্রাণ পৌঁছায়নি। প্রায় চার ঘণ্টা নৌকায় চড়ে আমরা সেই গ্রামগুলোতে যায়। সেখানকার অসহায় পাঁচশ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছি।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, বন্যাদুর্গতরা খুবই অসহায়ত্বের মধ্যদিয়ে দিনযাপন করছে। আমরা ছাত্রলীগের পক্ষ থেকে তাদের জন্য কিছু করার চেষ্টা করেছি।

বিএনএ/সানভীর, ওজি

Loading


শিরোনাম বিএনএ