26 C
আবহাওয়া
১২:২০ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা : আরও একজনের মৃত্যু, আক্রান্ত ২৪৭

চট্টগ্রামে করোনা : আরও একজনের মৃত্যু, আক্রান্ত ২৪৭


বিএনএচট্টগ্রাম :  চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ( মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত)  ১ হাজার ১৬২টি নমুনা পরীক্ষায় করোনা রোগে আক্রান্ত হয়েছে ২৪৭ জন। আক্রান্তদের মধ্যে নগরে ১২৩ জন এবং উপজেলায় ১২৪ জন। এনিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৫৬ হাজার ৮৮০ জন। একই সময় করোনা রোগে আক্রান্ত হয়ে জেলায় ১ জন মৃত্যবরণ করেছে। বৃহস্পতিবার (২৪ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৫৬টি নমুনা পরীক্ষায় ৮৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৯৮টি নমুনা পরীক্ষায় ৪৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১০৬টি নমুনা পরীক্ষায় ২৫ জন, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৭০টি নমুনা পরীক্ষায় ২৩ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮টি নমুনা পরীক্ষার ফল নেগেটিভ, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ১৭টি নমুনা পরীক্ষায় ৯ জন, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি নমুনা পরীক্ষায় ১ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯৭টি নমুনা পরীক্ষায় ১৮ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৫০টি নমুনা পরীক্ষায় ১৯ জন,  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪৫টি নমুনা পরীক্ষায় ১৪ জন এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ১৩টি নমুনা পরীক্ষায় ৭ জন করোনা রোগে আক্রান্ত হয়েছে। এদিন এপিক হেলথ কেয়ারে  নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রাম সিভিল সার্জন ডাসেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৪৭ জন বেড়ে করোনা রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৮৮০ জন। যাদের মধ্যে নগরে ৪৪ হাজার ৬২৭ জন এবং উপজেলায়  ১২ হাজার ২৫৩ জন। একই সময় কোভিড-১৯ রোগে ১ জনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা  বেড়ে দাঁড়িয়েছে ৬৬৬ জন। যাদের মধ্যে নগরে ৪৬৪ জন এবং উপজেলায় ২০২ জন।

 বিএনএনিউজ২৪/ আমিন

Loading


শিরোনাম বিএনএ