26 C
আবহাওয়া
১১:২২ অপরাহ্ণ - নভেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » ১০ ই-কমার্সের কেনাকাটায় এবার ব্যাংক এশিয়ার নিষেধাজ্ঞা

১০ ই-কমার্সের কেনাকাটায় এবার ব্যাংক এশিয়ার নিষেধাজ্ঞা

ব্যাংক এশিয়া

বিএনএ, ঢাকা : ব্রাক ব্যাংকের পর এবার ইভ্যালি ও আলেশা মার্টসহ ১০টি ই-কমার্সের সঙ্গে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের লেনদেন বন্ধ করেছে ব্যাংক এশিয়া। মার্কেট প্লেসগুলো সম্পর্কে বিভিন্ন নেতিবাচক সংবাদ প্রকাশের পর এই নিষেধাজ্ঞা জারি করলো ব্যাংক দুটি।

অন্য যে প্রতিষ্ঠানগুলো নিষেধাজ্ঞার তালিকায় আছে সেগুলো হলো-ই-অরেঞ্জ, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপিং, আলাদিনের প্রদীপ, বুম বুম, কিউকম, আদিয়ান মার্ট ও নিডস ডট কম বিডি।

বুধবার (২৩ জুন) ব্যাংক এশিয়ার নিজ গ্রাহকদের পাঠানো বার্তায় বলা হয়েছে, ‘টেকনিক্যাল কারণে ব্যাংক এশিয়া কার্ডে কিছু লোকাল ই-কমার্স লেনদেন সাময়িকভাবে বন্ধ রয়েছে।’

এ বিষয়ে বিস্তারিত ১৬২০৫ নাম্বারে কল করে জানতে বলা হয়েছে।

এছাড়া ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও সিটি ব্যাংকও তাদের গ্রাহকদের সম্ভাব্য প্রতারণার ব্যাপারে সতর্ক করেছে। বুধবার ইউসিবি তাদের গ্রাহকদের এক বার্তায় জানিয়েছে, ইউসিবি কার্ড দিয়ে ই-কমার্স ট্রানজেকশনে অনলাইন মার্চেন্টের সাথে লেনদেন সংক্রান্ত বিরোধের জন্য ইউসিবি দায়ী থাকবে না। এর আগে মঙ্গলবার ব্র্যাক ব্যাংক ইভ্যালি ও আলেশা মার্টসহ ১০টি ই-কমার্সের সঙ্গে লেনদেন স্থগিত করে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ