23 C
আবহাওয়া
৬:২২ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » গুজরাটকে হারিয়ে ফাইনালে চেন্নাই

গুজরাটকে হারিয়ে ফাইনালে চেন্নাই


বিএনএ, স্পোর্টস ডেস্ক : গুজরাট টাইটান্সকে ১৫ রানে হারিয়ে আইপিএল ১৬তম আসরের ফাইনালে উঠে গেল চেন্নাই সুপার কিংস।

মঙ্গলবার (২৩ মে) ঘরের মাঠ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান করে তিনবারের শিরোপাজয়ী দল চেন্নাই। দলের হয়ে ৪৪ বলে ৭টি চার আর এক ছক্কায় ৬০ রানে করেন ঋতুরাজ গায়কওয়াদ। ৩৪ বলে ৪০ রান করেন ডেভন কনওয়ে। ১৬ বলে ২২ রান করেন রবিন্দ্র জাদেজা।

টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভারে ১৫৭ রানে অলআউট হয় গুজরাট। দলের হয়ে ৩৮ বলে সর্বোচ্চ ৪২ রান করেন ওপেনার শুভমান গিল। এছাড়া ১৬ বলে ৩০ রান করেন লেগ স্পিনার রশিদ খান।

ফাইনাল খেলার সুযোগ অবশ্য এখনও আছে গুজরাটের। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার এলিমিনেটর ম্যাচের জয়ী দলের সঙ্গে তারা খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার।

সংক্ষিপ্ত স্কোর:

চেন্নাই সুপার কিংস: ২০ ওভারে ১২৭/৭ (গায়কোয়াড় ৬০, কনওয়ে ৪০, দুবে ১, রাহানে ১৭, রায়ডু ১৭, জাদেজা ২২, ধোনি ১, মইন ৯*; শামি ৪-০-২৮-২, নালকান্ডে ৪-০-৪৪-১, রশিদ ৪-০-৩৭-১, নুর ৪-০-২৯-১, মোহিত ৪-০-৩১-২)

গুজরাট টাইটান্স: ২০ ওভারে ১৫৭ (ঋদ্ধিমান ১২, গিল ৪২, পান্ডিয়া ৮, শানাকা ১৭, মিলার ৪, বিজয় ১৪, তেওয়াতিয়া ৩, রশিদ ৩০, নালকান্ডে ০, নুর ৭*, শামি ৫; চাহার ৪-০-২৯-২, দেশপান্ডে ৪-০-৪৩-১, থিকশানা ৪-০-২৮-২, জাদেজা ৪-০-১৮-২, পাথিরানা ৪-০-৩৭-২)

ফল: চেন্নাই সুপার কিংস ১৫ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: রুতুরাজ গায়কোয়াড়

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ