20 C
আবহাওয়া
৯:৫৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » পুকুরে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

পুকুরে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর খিলগাঁওয়ের আফতাবনগর চায়না প্রজেক্ট এলাকায় পুকুর গোসল করতে নেমে পানিতে ডুবে মাহিন আহমেদ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল  কলেজ হাসপাতাল মর্গে পাঠান দমকলকর্মীরা।

মাহিন ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম ঈসা মিয়া। রাজধানীর পূর্ব রামপুরার কুঞ্জবন এলাকায় পরিবারের সঙ্গে থাকত মাহিন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার নাজমা আক্তার এ বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলের দিকে সংবাদ পেয়ে ডুবুরিরা আফতাব নগর চায়না প্রজেক্টে পাশে একটি পুকুরে অনুসন্ধান চালিয়ে মাহিনের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বলেন, মাহিন ন্যাশনাল আইডিয়াল  স্কুলের নবম শ্রেণির ছাত্র। প্রাথমিকভাবে জানা গেছে, ওই পুকুরে মাহিন সাঁতারে কয়েকবার একপাড় থেকে অপর পাড়ে যাওয়ার এক পর্যায়ে ডুবে যায়।পরে ফায়ার সার্ভিস সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ