বিএনএ ডেস্ক: টাঙ্গাইলে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব- ১২।মঙ্গলবার (২৪ মে) সকালে সদর উপজেলার রুপসী যাত্রা এবং কালিহাতী উপজেলার রাজাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বেলা সাড়ে ১১ টায় র্যাব- ১২,সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মো. আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
আনিসুজ্জামান জানান, অভিযানে ঢাকার সাভার উপজেলার বাড্ডা এলাকার চান্দু শেখের ছেলে নান্নু শেখ(৩৫), টাঙ্গাইল সদর উপজেলার রূপসী যাত্রা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৩৮) এবং দেলদুয়ার উপজেলার বেতরাইল গ্রামের শহিদুল মিয়ার ছেলে লুৎফর মিয়াকে (৩৪) আটক করা হয়। তাদের কাছ থেকে ৩১০ গ্রাম হেরোইন, ১৫২ পিস ইয়াবা, ৪টি মোবাইল এবং নগদ ২০৬০ টাকা উদ্ধার করা হয়।
মেজর আনিসুজ্জামান বলেন, উদ্ধারকৃত হিরোইনের মূল্য ৩১ লাখ টাকা। ইয়াবার মূল্য ৪৫ হাজার টাকা। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন মাদকদ্রব্য বিক্রির সাথে জড়িত। আসামিদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় এবং কালিহাতী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বিএনএ/ লুৎফুর রহমান উজ্জল