18 C
আবহাওয়া
৯:৫৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » থাইল্যান্ডে গরু মহিষের শরীরে নতুন রোগ

থাইল্যান্ডে গরু মহিষের শরীরে নতুন রোগ

থাইল্যান্ডে গরু মহিষের শরীরে নতুন রোগ

বিএনএ বিশ্ব ডেস্ক : থাইল্যান্ডে গরু এবং মহিষের শরীরে ভাইরাস জনিত নতুন ধরনের স্ক্রিন ডিজিজি(চামড়ার রোগ)দেখা দিয়েছে।এ কারণে সরকার দেশটিতে ওসব প্রাণীর চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে।খবর ব্যাংকক থেকে রয়টার্স। দি স্ট্রেইটটাইমস।

সরকারি প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ি দেশটিতে ৬২লাখ ষাড়, ৭লাখ ৭হাজার দুধদানকারী গরু এবং ১২লাখ মহিষ রয়েছে।

কদাচিৎ দেখা যায় এই স্ক্রিন ডিজিজে মানুষ আক্রান্ত হন না।মশা মাছির মাধ্যমে রোগটি ছড়ায়।থাইল্যান্ডের ৩৫টি প্রদেশের ৬হাজার ৭০০ গরু মহিষের মধ্যে রোগটি ছড়িয়েছে।

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ