বিএনএ, ঢাকা : নাশকতার অভিযোগে দায়ের হওয়া রাজধানীর পল্টন ও মতিঝিল থানার পৃথক তিন মামলায় জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।
বুধবার (২৪ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত তার জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, প্রায় ৪০টি মামলার আসামি মামুনুল হক। যার মধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ধর্ষণের মামলাও রয়েছে। বাকী মামলাগুলোর মধ্যে ৩টি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে ও ১০টির মতো চার্জশিট দাখিল হওয়ার পর চার্জগঠনের পর্যায়ে এবং বাকি মামলাগুলো তদন্তাধীন রয়েছে। মামলাগুলোর অধিকাংশই নাশকতার মামলা। তার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে কয়েকটি মামলা রয়েছে। মামলার আসামিদের মধ্যে হেফাজতে ইসলাম, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও আসামি রয়েছেন।
বিএনএ নিউজ/এসবি/এইচ.এম।