বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ থেকে তিন রোহিঙ্গা শিশু অপহরণের শিকার হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে টেকনাফের দমদমিয়ার নেচার পার্ক এলাকা থেকে তারা অপহৃত হয় বলে জানা গেছে ।
অপহৃত শিশুরা হলো- টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা নূর কামাল (১২), নূর আরাফাত (১২) ও মো. বেলাল (১৩)।
টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান মো. ইসলাম জানান, ঈদ উপলক্ষে ক্যাম্পের বাইরে ঘুরাঘুরি করার সময় নেচার পার্ক এলাকা থেকে তিন শিশু অপহরণের শিকার হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা।
তিনি বলেন, ওই তিন শিশু ক্যাম্পের বাইরে ঘুরাঘুরি করছিল। এ সময় নেচার পার্ক এলাকা থেকে তারা অপহরণের শিকার হয়। কে বা কারা তাদের অপহরন করেছে এব্যাপারে কিছু জানা যায়নি। ঘটনার পর থেকে আমরা খোঁজ খবর নিয়ে ওই শিশুদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।
বিএনএ/শাহিন/এইচ.এম।