30 C
আবহাওয়া
৪:১২ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » স্থায়ীভাবে সংরক্ষণ হবে ক্রিকেটার রুবেলের কবর

স্থায়ীভাবে সংরক্ষণ হবে ক্রিকেটার রুবেলের কবর

ক্রিকেটার রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণের নির্দেশ মেয়র আতিকের

বিএনএ, ঢাকা: বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার সদ্য প্রয়াত মোশররফ হোসেন রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের নির্দেশনা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মানবিক বিবেচনায় সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি।

প্রয়াত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের স্ত্রী চৈতি ফারহানা রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের জন্য মৌখিকভাবে আবেদন জানান। তার আবেদনের প্রেক্ষিতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

মেয়র আতিক পবিত্র উমরাহ পালনে মক্কায় অবস্থান করছেন। সেখান থেকে কবরটি সংরক্ষণে নির্দেশনা দেন।

ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের মৃত্যুতে শোক জানিয়ে মেয়র বলেন, ‘মোশাররফ হোসেন রুবেল নিজের জন্য খেলেনি, দেশের জন্য খেলেছেন। তাঁর অবদান দেশের মানুষকে গর্বিত করেছে। সে কারণে তাঁর কবরটি স্থায়ীভাবে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব বলে মনে করছি।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল ১৯ এপ্রিল ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। এ সময় তার বয়স হয়েছিল ৪০ বছর।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ