16 C
আবহাওয়া
১১:১৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » রাবিতে ঈদের ছুটি ২২ দিন, খোলা থাকছে আবাসিক হল

রাবিতে ঈদের ছুটি ২২ দিন, খোলা থাকছে আবাসিক হল


বিএনএ, রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-উল-ফিতর-এর ছুটিতে বিগত দুই বছরের ন্যায় খোলা থাকছে বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল। রোববার  (৯ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. একরামুল ইসলাম।

ড. একরামুল ইসলাম জানান, “গত দুই বছর ধরে ঈদের ছুটিগুলোতে বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল খোলা ছিলো। এবারও আবাসিক হলগুলো খোলা রাখা হবে। অনেক শিক্ষার্থীর সামনে বিসিএসসহ অন্যান্য চাকরির পরীক্ষা আছে, সেজন্য হয়তো বাড়ি যাবে না।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু বছর ধরে ঈদের ছুটিতে আবাসিক হল বন্ধ রাখা হতো। তবে ২০২২ সালে বেশ লম্বা সময় পর পবিত্র ঈদ-উল-আযহায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০২৩ সালের দুই ঈদ এবং বড় ছুটিগুলোতে হল খোলা রাখার সিদ্ধান্ত অব্যাহত রাখে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আবাসিক হলগুলোর শিক্ষার্থীরা জানিয়েছেন, সামনেই বিসিএস, ব্যাংকসহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা আছে। এমন সময়ে বাসায় গেলে প্রস্তুতি বিঘ্ন হতে পারে। এদের মধ্যে কিছু শিক্ষার্থী পারিবারিক নানা কারণেও ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের হলেই থাকতে চান।

ঈদের ছুটি ২২ দিন

এদিকে, ২২ দিনের ঈদের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক তারিকুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে (পবিত্র শবে কদর এবং বাংলা নববর্ষসহ) ২৭ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। তবে, ৩১ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অফিসসমূহ বন্ধ থাকবে।

ছুটির মধ্যেও অতি জরুরি বিভাগসমূহ যথা পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরা ব্যবস্থা, টেলিফোন যথারীতি চালু থাকবে।

বিএনএ/সৈয়দ সাকিব, ওজি

Loading


শিরোনাম বিএনএ