বিএনএ বিশ্বডেস্ক :ব্রাজিলের রিও ডি জেনেইরোর কাছে এক অপরাধী দলের প্রধানকে গ্রেপ্তারের সময় পুলিশের সাথে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিহতরা সবাই সন্দেহভাজন অপরাধী।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দেশটির পুলিশ জানিয়েছে, রিও ডি জেনেইরোর উত্তরপূর্বে সাও গনসালো শহরের শ্রমিক শ্রেণির আবাসিক এলাকা সালগেইরোতে এ ঘটনা ঘটেছে।
ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য পারা মাদক চক্রের নেতা হিসেবে অভিযুক্ত লিওনার্দো কোস্তা আরাউজো সালগেইরোতে লুকিয়ে আছে এমন খবরে পুলিশ সেখানে অভিযান শুরু করেছিল। সংঘর্ষে আরাউজোও নিহত হয়েছেন। পারা এলাকার বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার মৃত্যুর সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ ছিল।
পুলিশ জানায়, আরাউজোকে গ্রেপ্তারে বৃহস্পতিবার চালানো এই অভিযানে হেলিকপ্টার ও সাঁজোয়া যানও ব্যবহার করা হয়।
বিএনএ/ ওজি