14 C
আবহাওয়া
৭:৪৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » করোনা সচেতনতায় আকবরশাহে পুলিশের ব্যতিক্রমধর্মী আয়োজন

করোনা সচেতনতায় আকবরশাহে পুলিশের ব্যতিক্রমধর্মী আয়োজন

করোনা সচেতনতায় আকবরশাহে পুলিশের ব্যতিক্রমধর্মী আয়োজন

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামসহ সারাদেশে করোনার প্রকোপ বেড়েই চলেছে। কিন্তু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র, যানবাহন ও হাটবাজারগুলোতে। আর সচেতনতার অভাবে দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব ও সচেতনতামূলক কার্যক্রম আরো বেগবান করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানার উদ্যোগে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া করোনা সচেতনতা বৃদ্ধি করতে গান গেয়ে জনগণকে উদ্বুদ্ধ করা হয়।

করোনা সচেতনতায় আকবরশাহে পুলিশের ব্যতিক্রমধর্মী আয়োজন

বুধবার (২৪ মার্চ) বিকেল ৩টায় আকবরশাহ থানার বিভিন্ন স্পটে পথচারীদের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়। এসময় করোনার প্রতিরোধে করণীয় সম্পর্কেও প্রচারণা চালানো হয়।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেনের জানান, পিকআপযোগে আকবরশাহ থানার বিভিন্ন দোকানদার, ক্রেতা ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া করোনার সচেতনতা বৃদ্ধির জন্য গান পরিবেশন করেন উত্তর কাট্টলী এলাকার অদিতি সংগীত নিকেতন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ