23 C
আবহাওয়া
৩:৫৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রীর আতিথিয়েতায় অভিভূত সৌরভ গাঙ্গুলি

প্রধানমন্ত্রীর আতিথিয়েতায় অভিভূত সৌরভ গাঙ্গুলি

প্রধানমন্ত্রীর আতিথিয়েতায় অভিভূত সৌরভ গাঙ্গুলি

বিএনএ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতিথিয়েতায় অভিভূত ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। দুই দিনের সংক্ষিপ্ত সফরে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে এসেছেন সৌরভ গাঙ্গুলি। আজ সন্ধ্যায় ফিরে যাবেন ভারতে।

এর আগে সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের সাবেক অধিনায়ক। সস্ত্রীক ঢাকায় এলেও শেখ হাসিনার সঙ্গে দেখা করতে একাই গিয়েছিলেন তিনি। পরে প্রধানমন্ত্রীর ইচ্ছায় তড়িঘড়ি করে ডোনা গাঙ্গুলিও সেখানে উপস্থিত হন।

প্রধানমন্ত্রীর ব্যবহারে মুগ্ধ সৌরভ বলেন, ‘ডোনা প্রথমে যায়নি, কারণ ও কোভিড টেস্ট করায়নি। আমার ওখানে (প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ) যাওয়ার জন্য কাল টেস্ট করেছিলাম।’

প্রধানমন্ত্রী অবশ্য এ যুক্তি মানেননি, ‘তিনি বললেন র‍্যাপিড টেস্ট করে এখনই নিয়ে আসতে। এতো বড় মানুষ, ব্যস্ত মানুষ, এতো চাপের জীবন। সেখানে থেকেও এত ছোট্ট ছোট্ট জিনিস যে আনন্দ দেয়, এত ছোট্ট ছোট্ট জিনিস যে তিনি মনে রাখেন-সেজন্যই তো মানুষ এতো বড় জায়গায় পৌঁছায়।’

প্রধানমন্ত্রী-সৌরভ সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে কথা হয়েছে বাংলাদেশ ক্রিকেট নিয়েও। সৌরভ আশা প্রকাশ করেছেন, ইংল্যান্ডের বিপক্ষে অধরা ওয়ানডে সিরিজ জয়ের আক্ষেপ ঘুচবে এবার।

সৌরভ বলেন, ‘ইংল্যান্ড আসছে, পাপন ভাই বললেন আমরা সবাইকে হারিয়েছে শুধু ইংল্যান্ডকে হারাতে পারিনি। আমি বললাম, ইংল্যান্ডকেও হারিয়ে দিবেন। আপনাদের এখানে ঠিক মতো খেললে, আপনারা ইংল্যান্ডকেও হারিয়ে দিবেন।’

যোগ করেন সৌরভ, ‘বাংলাদেশে প্রচুর ভালো খেলোয়াড়। আমি কালকেও বলছিলাম, ১৭ কোটি মানুষ এখান থেকে এত এত ট্যালেন্ট বের হয়েছে ক্রিকেটে। ব্যাটিং, বোলিংয়ে সাকিবের মতো অলরাউন্ডার আছে, মুশফিকুর আছে, এখন শান্ত ভালো খেলছে। আমি খবর রাখি তো, দেখি বাংলাদেশের খেলা।’

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ