22 C
আবহাওয়া
৯:০৬ অপরাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » স্কুলে বাঁদরের তাণ্ডব

স্কুলে বাঁদরের তাণ্ডব


বিএনএ, বিশ্বডেস্ক : ভারতের জলপাইগুড়ির একটি স্কুলে তাণ্ডব চালিয়েছে একদল বাঁদর। তাদের তান্ডবে বিদ্যালয়ের চেয়ার টেবিল লন্ডভন্ড হয়ে যায়।

খবরে বলা হচ্ছে, বৃহস্পতিবার ছিল মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। পরীক্ষা শুরুর আগেই বানারহাট উচ্চ বিদ্যালয়ে হামলা চালায় একদল বাঁদর। পরীক্ষার হলে লাগানো রোলস্লিপ ছিঁড়ে, চেয়ারটেবিল লন্ডভন্ড করে বাঁদরের দল দীর্ঘক্ষণ তাণ্ডব চালাতে থাকে। পরীক্ষাকেন্দ্রের সিলিং ফ্যান ভেঙে, বিদ্যুতের তার ছিঁড়ে যে ব্যাপক ক্ষতি করে। নির্দিষ্ট সময়ে সুষ্ঠুভাবে পরীক্ষা শুরু করতে বিদ্যালয় কর্তৃপক্ষের কালঘাম ছুটে যায়।

খবর পেয়ে বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের কর্মকর্তা ও কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা পটকা ফাটিয়ে এবং রকেট ছুড়ে বাঁদরের দলকে স্কুলছাড়া করে। ফলে মাধ্যমিক পরীক্ষার্থীরা নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে সক্ষম হয়। হাঁফ ছেড়ে বাঁচেন পরীক্ষার দায়িত্বে থাকা আধিকারিক ও শিক্ষকেরা। বাঁদরের দল আবারও ফিরে এসে যাতে হামলা না চালাতে পারে সেই জন্য বনদপ্তরের কর্মীরা দিনভর পরীক্ষা কেন্দ্রের বাইরে পাহারায় ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ