বিএনএ, আদালত প্রতিবেদক : পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে ধাক্কা দেওয়া মাইক্রোবাস চালক এস এম দারুস সালামের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ৫ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু আসামি পক্ষের আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করেন। ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এদিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৭ আগস্ট সকাল ৯ টার দিকে শেরেবাংলা নগর থানার চন্দ্রিমা উদ্যান লেক রোড ব্রিজের কাছে রেশমাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় একটি মাইক্রোবাস। পুলিশ সংবাদ পেয়ে রেশমাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনায় গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ২৬ আগস্ট রাজধানীর শাহজাহানপুর থেকে এস এম দারুস সালামকে গ্রেফতার করে পুলিশ।পরে আদালতে হাজির করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।জবানবন্দির ভিত্তিতে ৫ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. মোবারক আলী ২০ জনকে সাক্ষী করে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন।আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।
রেশমা নাহার রত্না পর্বতারোহী, দৌড়বিদ এবং সাইক্লিস্ট ছিলেন। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতেন।
বিএনএ নিউজ/এসবি, জেবি